Ariful Islam Noyon
Founder and CEO
আমি মোঃ আরিফুল ইসলাম নয়ন, ওয়েব জিনিয়াস বিডি এর প্রতিষ্ঠাতা। গত ৪ বছর ধরে ওয়েব ডেভেলপমেন্ট সেক্টর এ মার্কেটপ্লেস এবং মার্কেটপ্লেসের বাহিরে ফ্রীলান্সিং করে মাসে ৫০০ থেকে ১০০০ ডলার ইনকাম করছি। আমি ওয়েব জিনিয়াস বিডি প্রতিষ্টা করার পূর্বে ফ্রীলান্সিং করার পাশাপাশি বাংলাদেশের একটি আইটি প্রতিষ্ঠানে ১ বছর Co-Instructor এবং ২ বছর Instructor হিসাবে নিযুক্ত থেকে ১০০০+ শিক্ষার্থীদের Web Design and Development এ Freelancing বিষয়ে শিখানোর সুযোগ পেয়েছি । পাশাপাশি একই প্রতিষ্ঠানে ৬ মাস সফলতার সাথে মার্কেটপ্লেস সাপোর্টে শিক্ষার্থীদের আন্তরতিকতার সাথে সাপোর্ট দিয়েছি। আমি শিক্ষার্থীদের ফ্রীল্যানসিং ও স্কিল ডেভেলপমেন্ট কোর্স করিয়ে মার্কেটপ্লেস এ সঠিক গাইডলাইনস দিয়েছি যার জন্য হাজার হাজার শিক্ষার্থী আজ মার্কেটপ্লেস এ সফলতার সাথে কাজ করে যাচ্ছে আমাদের লাইফটাইম সাপোর্ট নিয়ে।