webgeniusbd.com

Freelancing করার জন্য ফ্রীতে আপনি যে ভাবে নিজে নিজে Skill শেখা শুরু করতে পারেন।

Freelancing করার জন্য ফ্রীতে আপনি যে ভাবে নিজে নিজে Skill শেখা শুরু করতে পারেন।

শিরোনামঃ আপনি কিভাবে ফ্রীতে ঘরে বসে নিজে নিজে Freelancing শিখবেন।
পোস্টটি পরে যা যা জানতে পারবেনঃ
১. কিভাবে ফ্রীতে ঘরে বসে নিজে নিজে Freelancing শিখবেন।
২. আমি কিভাবে Freelancing শুরু করেছি।
৩. বর্তমানে Marketplace গুলোতে কোন Skill বেশি চাহিদা
৪. কোন Skill টি আপনি শিখবেন Freelancing করার জন্য তা নির্বাচন।
৫. Freelancing শুরু করার আগে সাবধানতা
৬. আপনি Freelancing এ আসার জন্য উপযুক্ত কিনা?
৭. কারা আসবেন না বা যাদের জন্য Freelancing না
৮. Freelancing Marketplace সম্পর্কে জানতে পারবেন।
আসসালামু আলাইকুম। আশা করি ভাল আছেন। আজ আপনাদের মাঝে আমার নিজের ৪ বছরের অভিজ্ঞতা থেকে কিছু বিষয় শেয়ার করব। তাই পোষ্টটি একটু বড় হতে পারে। আশা করি ধৈর্য্য ধরে পুরো পোস্টটি পড়বেন। বিশেষ করে যারা নতুন Freelancing শুরু করতে চাচ্ছেন কিন্তু সঠিক কোন গাইড লাইন পাচ্ছেন না বা কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না বা কোন skill টি শিখে Freelancing করবেন বা কিভাবে ফ্রীতে ঘরে বসে নিজে নিজে শিখে Freelancing টা শুরু করতে পারবেন এমন টা যারা ভাবছেন বা চিন্তা করছেন তারা অবশ্যই পুরো পোস্টটি মনোযোগ দিয়ে ধৈর্য্য ধরে কষ্ট করে পড়বেন। আশা করি যদি পড়েন তাহলে আপনার আর সমস্যা থাকবে না কিভাবে নিজে Freelancing Skill সিলেক্ট করবেন আর নিজে নিজে ঘরে বসে কিভাবে ফ্রীতে Freelancing শিখবেন।
চলুন এই বিষয়ে কিছু বলার আগে ছোট করে আমি আমার পরিচয়টি দিয়ে দেয়।
আমি একজন Professional Freelancer and Mentor. আমি কাজ করি WordPress এবং Crocoblock নিয়ে। আমার নিজের Create করা একটি ছোট Group আছে Crocoblock Help Bangladesh নামে। Facebook এ Search করলে পেয়ে যাবেন। আর আমার ছোট একটি Youtube Channel ( Channel Name Webgeniusbd ) আছে সেখানে Freelancing বিষয়ে অনেক Tips and Tricks Share করা হয়। বিশেষ করে Crocoblock নিয়ে।
আর আমি একটি একাডেমিতে ২ বছর এর মত Instructor হিসাবে ছিলাম। যার ফলে Online এ একটু Active থাকা। আর এই Online এ যেহেতু Active এবং আমার একটি গ্রুপ আছে এছাড়া আমি নিজে Freelancing Related বিভিন্ন গ্রুপে যুক্ত থাকার কারনে প্রায়ই একটি কমন বিষয় নিয়ে পোস্ট করা দেখি এবং আমাকে Personally অনেকে মেসেজ করেন যে আসলে কিভাবে Freelancing শুরু করবেন আর কোনটি দিয়ে শুরু করবেন। তাই আপনাদের উদ্দেশ্য এই পোস্টটি করা।
তো চলুন এবার যাওয়া যাক মূল কথায়।
আসলে আমরা যারা নতুন Freelancing শুরু করতে যায় সবার মধ্যে একটি কমন সমস্যা দেখা দেয় কোনটি শুরু করব এবং কিভাবে শুরু করব এই বিষয় নিয়ে। এটা শুধু আপনার সমস্যা না। এটা সবার সমস্যা। অর্থাৎ যারায় Freelancing টা শুরু করতে চায় বা যারা বর্তমানে Freelancing করছে বিভিন্ন Skill নিয়ে তাদের মধ্যেও আপনার মত একই সমস্যা হয়েছিল শুরুর দিকে। এমনকি আমারও সমস্যা হয়েছিল। কিন্তু আমরা সবাই সেই সমস্যা নিয়ে বসে না থেকে skill অর্জন করা শুরু করেছিলাম। যদি আমার কথা বলি আমি নিজে সিদ্ধান্ত নিতে পারছিলাম না আসলে কোনটি দিয়ে শুরু করব। তাই আমি প্রথমে কিছু দিন Youtube এ Web Design নিয়ে Tutorial দেখা শুরু করি। কিন্তু কিছু দিন পর বুঝতে পারি যে এটা শিখে Freelancing করে অর্থ উপার্জন করতে সময় লাগবে তাই এটা বাদ দিয়ে কিছু দিন Graphic Design শেখা শুরু করে দেয় কিন্তু কিছু দিন পর বুঝতে পারি এটাও ভাল লাগছে না। তারপর কিছু দিন Digital Marketing নিয়ে Practice করি। এমন কি Digital Marketing নিয়ে ২ টা প্রতিষ্ঠানে Course ও করি Recorded Course ছিল। এভাবে চলে যায় প্রায় ৩ মাস। কিন্তু পরে কেন যেন দেখি আমার Web Design and Development টায় বেশি টানছে। তাই পুনোরায় আমার শুরু করি Web Design and Development নিয়ে Practice করা Youtube থেকে Free Tutorial দেখে দেখে।
এভাবে Free তে শেষ করি HTML, CSS, Bootstrap and Javascript Fundumental. এভাবে চলে যায় ৬-৭ মাস। পরে বুঝতে পারলাম এখন Worpdress শিখতে পারলে আমি দ্রুত মার্কেটপ্লেসে কাজ পেতে পারি আর কাজ পাবার পাশাপাশি আমার বাকি Skill গুলো শিখতে পারব Web Design and Development নিয়ে। তাই শুরু করি কিছু দিন Free Tutorial দেখে WordPress নিয়ে Practice করা। কিছু দিন Practice করে Free তে WordPress Basic এবং Elementor Page Builder টা শিখে শেষ করি। কিন্তু তখন বুঝতে পারি যে এখন কোন একটি একাডেমিতে আমি যদি একটি গাইড লাইনের ভিতর থেকে WordPress Advance টা শিখতে পারি এবং Marketplace সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে পারি তাহলে কাজ পাওয়া এবং কাজটি ডেলিভারি দেয়া সহজ হবে। এই চিন্তা থেকে একটি একাডেমিতে ভর্তি হয়ে প্রায় ৪ মাস ধরে ক্লাস করে WordPress Advance শিখি এবং মার্কেটপ্লেজ নিয়ে ২ মাস ক্লাস করার পর Fiverr মার্কেটপ্লেজে Account খুলে Gig Upload করে কাজ করা শুরু করি। তো এই ছিল আমার Freelancing শুরু করার আগে আমার Follow করা Step গুলো৷ আর আমি যেহেতু ২ বছর Instructor হিসাবে ছিলাম একটি একাডেমিতে সেই সুবাধে প্রায় ১০০০+ শিক্ষার্থীদের শেখানোর সুযোগ পেয়েছি। তাই তাদের সাথে এবং আশেপাশের পরিচিত বেশ কয়েক জন সফল Freelancer সাথে কথা বলার পর আমি একই সমস্যার কথা গুলো জানতে পেরেছি। এবং তাদের মধ্যে ৮০-৯০% আমার মত Youtube এই ২/৩ টা সেক্টর সম্পর্কে কিছু দিন Free Tutorial দেখে Practice করেছে তারপর তারা নিজেরা বুঝতে পেরেছে যে তাদের আসলে কোনটা ভাল লাগে এবং কোনটি নিয়ে Freelancing শুরু করবে।
যাই হোক অনেক কথা বললাম। এগুলো পরে হয়তো মনে হচ্ছে কি ভেবে আসলাম পোস্টটি পড়তে আর ভাই এসব কি বলে। শুধু নিজের কথায় বলে গেল। হয়ত অনেকের রাগও হচ্ছে। আর যাদের রাগ হচ্ছে তারা হয়ত এখনো বুঝতে পারে নাই যে, আমি আমাকে নিয়ে যে কথা গুলো বলেছি তার মধ্যেই রয়েছে নতুনরা কিভাবে Free তে নিজের ঘরে বসে Freelancing Skill অর্জন করা শুরু করবে। সমস্যা নেই তাও যদি বুঝতে না পারেন তাহলে চলেন একটু সহজভাবে বুঝানোর চেষ্টা করি।
বর্তমানে মার্কেটপ্লেজগুলোতে তিনটি বিষয়ের উপর বেশি কাজ পাওয়া যায় এবং এই তিনটি বিষয়ের উপর Free তে Youtube এ অনেক Tutorial পাবেন। যা আপনার Freelancing শুরু করার জন্য যথেষ্ট। বি:দ্র :- এই তিনটি বিষয় ছাড়া আরো অনেক বিষয় আছে Freelancing করার জন্য।
সেই তিনটি বিষয় হচ্ছে :-
১. Web Design and Development (অনেক শাখা আছে)
যেমন, কোন CMS দিয়ে হতে পারে আবার আপনি কোন Programming Language শিখতে পারেন।
Digital Marketing (অনেক শাখা আছে)
যেমন, Seo, Social Media Marketing, Lead Generation ইত্যাদি।
Graphic Design (অনেক শাখা আছে)
যেমন, Logo Design, Tshirt design ইত্যাদি।
আগেই বলেছি এছাড়া আরো অনেক Skill আছে। যেমন, আপনি আপনার Academic Skill দিয়েও Freelancing করতে পারবেন। যেমন Accounting, Financial Consulting, HR Consulting, Video Editing ইত্যাদি।
অর্থাৎ উপরের list এ থাকা Freelancing Skill গুলোকে আমাদের একাডেমির Science, Arts, Commerce এর সাথে তুলনা করতে পারি। যেমন আমরা একাডেমিক পড়াশোনায় দেখি Science, Arts, Commerce এবং এদের আবার অনেক Subject থাকে। এখানে List আকারে দেয়া টপিক গুলোর অনেক Free Tutorial এবং একাডেমি পাবেন। এছাড়া মার্কেটপ্লেজে এগুলোর ডিমান্ড অনেক ভাল।
এখন প্রথমে আপনি এক থেকে দেড় মাস Youtube, Google এ Free Guide Line Video, Article গুলো দেখেন এবং Free Tutorial (YouTube থেকে), Article (Google থেকে) পড়ে দেখেন যে আপনার কোনটি ভাল লাগে তারপর আপনি নিজেই বুঝতে পারবেন আপনার কোন বিষয় নিয়ে Freelancing করা উচিত। এর পর যখন বুঝতে পারবেন বা সিলেক্ট করতে পারবেন যে আপনি এই বিষয় নিয়ে Freelancing করতে চান তখন সেই বিষয় Related ভাল একটি একাডেমি সিলেক্ট করে সেখানে ভর্তি হয়ে একটি সঠিক গাইড লাইনের মাধ্যমে শেখা শুরু করে দেন। তবে সিদ্ধান্ত কিন্তু আপনার নিজেকেই নিতে হবে। আপনাকে Youtube, Google এ এক থেকে দেড় মাস সময় দিতে বললাম তা ঠিক কিন্তু আপনি যেখানে দেখবেন অনেক মেন্টরের, অনেক একাডেমির ভিডিও আসবে এবং আপনি তা দেখবেন। অনেকের ভিডিও ভাল লাগবে, অনেকের কথা ভাল লাগবে যার ফলে আপনি তখন হয়ত সিন্ধান্ত নিবেন যে তার কাছে শিখবেন বা সেই একাডেমিতে ভর্তি হবেন। কিন্তু মনে রাখবেন কাজ কিন্তু আপনাকে করতে হবে। একাডেমি হয়ত আপনাকে শেখানোর সময় এবং শেখানো শেষে ২-৪ মাস সাপোর্ট দিবে কিন্তু পরবর্তী সময় কিন্তু আপনাকে একাই চলতে হবে। আর আপনি যে বিষয়টি সিলেক্ট করে Course এ ভর্তি হলেন তা কিছু দিন পর আর ভাল লাগলো না। তখন কিন্তু আপনার সময় এবং অর্থ দুটোই ক্ষতি। তাই আপনি নিজে নিজে আগে কিছু দিন Freelancing করা যায় এবং মার্কেটে বর্তমান ও ভবিষ্যৎ এ ডিমান্ড আছে এমন কাজ বেচে নিন। আর একটি গুরুত্বপূর্ণ কথা, আপনাকে মিনিমাম ১ বছর সময় হাতে নিয়ে Freelancing করার জন্য Skill শেখা শুরু করতে হবে। তাই ফ্রী ভিডিও দেখতে গিয়ে দেখলেন কেউ বলছে ১ মাসে উপার্জন, ২ মাসে উপার্জন এমন ভিডিও দেখে ভর্তি হয়ে পরে দেখলেন আপনার ক্ষেত্রে তেমন হচ্ছে না। তখন হতাশ হবেন। যে যার Course Sell করার জন্য তাদের ভাল দিক গুলোই তুলে ধরবে এটাই স্বাভাবিক। তাই অন্য কারো অল্প দিনে উপার্জন দেখে আপনাকে সেই বিষয় শেখাতে মনোনিবেশ করা ঠিক হবে না। তবে অনেক সময় Skill এবং নিশ (Niche) এর উপর নির্ভর করে ১ বছরের আগেও কাজ পাওয়া বা অর্থ উপার্জন করা যায়।
বোনাস : আমার দেখা অনেক Freelancer আছে যারা কোথাও কোন কোর্স না করে শুধু Youtube থেকে একটি নির্দিষ্ট Skill এর Free Tutorial দেখে Freelancing করছে। পরে হয়তো Skill বাড়ানোর জন্য কোথাও কোর্স করেছে। আপনি চাইলে নিজেও Free Tutorial দেখে শুরু করতে পারবেন। তার জন্য আগে বেচে নেন কোনটি আপনার ভাল লাগে (কোনটি ভাল লাগে তা বের করবেন কিভাবে তা আগেই বলে দিয়েছি)। আপনার Skill সিলেক্ট করার পর সেই বিষয়ে Youtube থেকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত Tutorial দেখেন আর Practice করেন। Youtube থেকে ফ্রীতে অন্তত ভাল একজনের পুরো Playlist শেষ করতে হবে।
সাবধানতা:
১. বর্তমানে Social Media বা বিভিন্ন পত্র- পত্রিকায় হয়ত দেখেন Freelancing করে লক্ষ লক্ষ টাকা উপার্জন। এমনটি দেখে খুশি হয়ে অল্প দিনে, অল্প পরিশ্রম করে আপনি নিজেও লক্ষ লক্ষ টাকা উপার্জন করবেন এমন চিন্তা ভাবনা নিয়ে আসবেন না। নিশ্চিত হতাশ হবেন। কারন যারা এত এত টাকা উপার্জন করছে তাদের পিছনে রয়েছে অনেক বড় অজানা অনেক ঘটনা। ৩/৫ বছরের কঠোর পরিশ্রম। তবে দুয়েক জনের ক্ষেত্রে একটু কম সময় লাগতে পারে কিন্তু পরিশ্রম এবং ধৈর্য্য কম নয়।
২. Freelancing করতে হলে প্রয়োজন অনেক অনেক ধর্য্য এবং কঠোর পরিশ্রম।
৩. Freelancing এ আসা Success এর হার অনেক কম। বেশি মানুষ ব্যর্থ হয়। তবে এটা তাদের নিজের কারনে।
তাহলে কারা Freelancing এ আসার জন্য উপযুক্ত :
১. আপনি যদি Self Learner হন (মানে আপনার নিজে নিজে শেখার অনেক আগ্রহ থাকতে হবে) তাহলে আপনার জন্য Freelancing ঠিক আছে। তবে এর সাথে ধৈর্য্য এবং কঠোর পরিশ্রমী হতে হবে।
২. আপনি যদি Honors কিংবা Diploma 1st, 2nd, 3rd Year এ পড়েন তাহলে আপনি Freelancing এ আসতে পারেন। কারন Freelancing এ Success পেতে বা ভাল একটি পর্যায়ে যেতে ২/৪ বছর সময় লাগে। এতে আপনার অনার্স/Diploma শেষ হয়ে যাবে পাশাপাশি Freelancing এ ভাল একটি অবস্থান করতে পারবেন। কোন চাপ থাকবে না।
৩. এছাড়া যাদের হাতে ২/৩ বছর সময় আছে, অবসর সময় কাটাচ্ছেন তারা Freelancing Skill শিখে Freelancing শুরু করতে পারেন।
কারা আসবেন না বা যাদের জন্য Freelancing না:
১. অলস, ধৈর্য্য কম, Self Learner না ( নিজে নিজে Research করে শেখার আগ্রহ নেই ) তারা ভুল করেও আসবেন না। হতাশ হবেন ১০০%।
২. যাদের ১ বছরের আগে উপার্জন দরকার। তারা Freelancing এ আসার আগে ভালভাবে চিন্তাভাবনা করে আসবেন। কারন মিনিমাম ১ বছরের আগে উপার্জন পাওয়া কঠিন। তবে Skill ভেদে ৪/৫ মাসে উপার্জন শুরু হতে পারে। তবে খুব কম মানুষের ক্ষেত্র এমন হয়।
৩. English Communication এ খুব বেশি দুর্বল হলে Freelancing শুরু করা ঠিক নয়।
৪. Job Holder দের মধ্যে অনেকে আছেন যারা Freelancing থেকে ভাল একটি Earning আসার আগেই জব ছেড়ে দেন। এমন করার আগে ভালভাবে চিন্তা ভাবনা করে নিবেন। এবং Freelancing শুরু করার জন্য অনেক চাকুরিজীবী চাকুরী ছেড়ে Freelancing শুরু করার জন্য কোন একটি Skill শুরু থেকে শেখা শুরু করবেন এবং শেখার পর Freelancing করবেন এমন মানুষ চিন্তা ভাবনা করে আসবেন।
Popular Freelancing Marketplace:

  • Fiverr
  • Upwork
  • Freelancer.com
  • Kwork
  • Toptal
  • Joble
  • Linkedin
  • Flexjobs
  • Guru
  • Behance ইত্যাদি।

নতুন Freelancer দের জন্য অনেক শুভকামনা এবং ভালোবাসা ❤।
জানি না আমার এই ছোট্ট চেষ্টাই আপনাদের কত টুকু বোঝাতে পেরেছি। তবে যদি পোস্টটি মনে হয় উপকারী তাহলে কমেন্টে জানাবেন। আর আপনার অন্য কোন পরিচিত মানুষকে জানাতে চাইলে Post টি শেয়ার করতে পারেন।
ধন্যবাদ।
আরিফুল ইসলাম নয়ন
Professional Freelancer and Trainer

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

WebgeniusBD

আপনার মূল্যবান মতামতের জন্য অনেক ধন্যবাদ।

Thanks! Your Payment Is Successful.

Please Check Your Mail Inbox And Follow This Instruction For Get Your Official License.

Open chat
WebgeniusBD
Hello 👋
Can we help you?